বৈধ অনুমতিপত্র বা হজ পারমিট ছাড়া ২০২৫ সালের হজে অংশ নিতে আসা যাত্রীদের আবাসনের সুযোগ না দেওয়ার নির্দেশ জারি করেছে সৌদি আরব। আগামী ২৯ এপ্রিল থেকে এ নির্দেশ কার্যকর হবে এবং তা চলবে হজ সমাপ্ত না হওয়া পর্যন্ত।
জননিরাপত্তা ও হজের পবিত্রতা রক্ষার স্বার্থে এ সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। সৌদি পর্যটন মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ সংক্রান্ত নির্দেশনা প্রকাশ করা হয়েছে। নির্দেশনার বাস্তবায়ন নিশ্চিত করতে মক্কার আবাসিক এলাকাগুলোতে নিয়মিত টহল পরিচালনা করবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
বিবৃতিতে জানানো হয়, মক্কার হোটেল, মোটেল, গেস্ট হাউস ও স্থানীয় বাসিন্দাদের এই নির্দেশ কঠোরভাবে অনুসরণ করতে বলা হয়েছে। কেউ যদি সরকারি এই নির্দেশ অমান্য করে অবৈধ হাজিদের আশ্রয় দেন, তাহলে তার বিরুদ্ধে কঠোর আইনগত পদক্ষেপ নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
প্রতিবছর হজ মৌসুমে বিপুল সংখ্যক মানুষ সৌদি আরবে আসেন। তবে তাদের মধ্যে অনেকেই বৈধ কাগজপত্র ছাড়াই প্রবেশ করেন এবং কেউ কেউ স্থায়ীভাবে বসবাসের চেষ্টা করেন। এই সমস্যা মোকাবিলায় সাম্প্রতিক বছরগুলোতে আরও কঠোর অবস্থান নিয়েছে সৌদি প্রশাসন।
এছাড়াও, যেসব উমরাহযাত্রীর ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে, তাদের ২৯ এপ্রিলের মধ্যে সৌদি আরব ত্যাগ করতে নির্দেশ দেওয়া হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ মকবুলার রহমান