ঈদুল ফিতরের শুভক্ষণে জাতীয় ঐক্যের এক অনন্য বার্তা দিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মাদ ইউনূস। সোমবার (৩১ মার্চ) জাতীয় ঈদগাহে ঈদের নামাজ শেষে জাতির উদ্দেশে দেওয়া বক্তব্যে তিনি নতুন বাংলাদেশ গঠনের দৃঢ় সংকল্প ব্যক্ত করেন।
ড. ইউনূস বলেন, “জাতি আজ এক কঠিন সময় অতিক্রম করছে, কিন্তু এই চ্যালেঞ্জ মোকাবিলার মূল শক্তি আমাদের ঐক্য। সকল প্রতিকূলতার মাঝেও আমরা যেন এই ঐক্য অটুট রাখি, এটাই আমাদের প্রধান লক্ষ্য।”
তিনি মুক্তিযুদ্ধ ও সাম্প্রতিক রাজনৈতিক সংকটে আত্মত্যাগকারী দেশপ্রেমিকদের স্মরণ করে বলেন, “যারা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখে আত্মাহুতি দিয়েছেন কিংবা আজও ক্ষতবিক্ষত জীবনের ভার বইছেন, আমরা তাঁদের অবদান কখনো ভুলবো না। তাঁদের স্বপ্ন বাস্তবায়নের জন্য আল্লাহর সাহায্য প্রার্থনা করি। যত বাধাই আসুক, আমরা একসঙ্গে এগিয়ে যাব, ঐক্যবদ্ধ জাতি হিসেবে এক নতুন বাংলাদেশ গড়ে তুলবো—ইনশাআল্লাহ।”
তার এই বক্তব্য দেশের সর্বস্তরের জনগণের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে। ঈদের দিনেও তিনি জাতীয় সংহতির গুরুত্ব তুলে ধরে দেশবাসীকে নতুন প্রত্যয়ে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।
সম্পাদক ও প্রকাশক: মোঃ মকবুলার রহমান