চীনের অর্থায়নে নির্মাণাধীন এক হাজার শয্যাবিশিষ্ট একটি আধুনিক মেডিকেল কলেজ ও হাসপাতাল পঞ্চগড় জেলায় স্থাপনের দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে শহরের চৌরঙ্গী মোড়ে আয়োজিত এই কর্মসূচিতে অংশ নেন জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। শিক্ষার্থী, শিক্ষক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষ ব্যানার-ফেস্টুন হাতে শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করেন।
পঞ্চগড়ের মানুষ দীর্ঘদিন ধরেই একটি পূর্ণাঙ্গ মেডিকেল কলেজ হাসপাতাল স্থাপনের দাবি জানিয়ে আসছে। সেই দাবিরই ধারাবাহিকতায় শহরের চৌরঙ্গী মোড়ে আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলা ভিশন টেলিভিশনের সিনিয়র রিপোর্টার মোশাররফ হোসেন।
তিনি বলেন, “পঞ্চগড় একটি সীমান্তবর্তী জেলা। অথচ এখানকার মানুষ আজও উন্নত চিকিৎসা সেবার জন্য রংপুর কিংবা দিনাজপুরের মতো দূরবর্তী জেলায় ছুটে বেড়াতে বাধ্য হন। এতে শুধু সময় নয়, অর্থেরও অপচয় হচ্ছে, আর ভোগান্তি পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে।”
তিনি আরও বলেন, “একটি পূর্ণাঙ্গ মেডিকেল কলেজ হাসপাতাল স্থাপন এখন আর কেবল দাবি নয়—এটি উত্তরাঞ্চলের মানুষের ন্যায্য অধিকার। পঞ্চগড়ের মতো অবহেলিত অঞ্চলে একটি আধুনিক স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান গড়ে তোলা সময়ের দাবি।”
সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “আমরা আশা করি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই অঞ্চলের মানুষের মৌলিক স্বাস্থ্য অধিকার নিশ্চিত করতে দ্রুত পদক্ষেপ নেবে। পঞ্চগড়বাসীর এই যৌক্তিক ও ন্যায়সঙ্গত দাবি অগ্রাহ্য করা উচিত হবে না।”
মানববন্ধনে অংশগ্রহণকারীরা জানান, চীনের অর্থায়নে মেডিকেল কলেজ স্থাপনে পঞ্চগড় সবচেয়ে উপযুক্ত স্থান। সীমান্তবর্তী, দুর্গম এবং স্বাস্থ্যসেবায় পিছিয়ে থাকা এই জেলার মানুষদের কথা বিবেচনায় নিয়ে হাসপাতালটি এখানেই স্থাপন করা হোক—এমনটাই তাদের প্রত্যাশা।
সম্পাদক ও প্রকাশক: মোঃ মকবুলার রহমান