পুলিশের কনস্টেবল পদে চাকরি পেতে কেউ যেন রাজনৈতিক তদবির বা সুপারিশের পেছনে না ছুটে, সে বিষয়ে কঠোর বার্তা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি চাকরিপ্রার্থীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “মেধার ভিত্তিতেই নিয়োগ হবে, সুপারিশ এখানে কোন কাজেই আসবে না।”
শুক্রবার (১১ এপ্রিল) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক স্ট্যাটাসে তিনি এ আহ্বান জানান।
চলমান নিয়োগ প্রক্রিয়ার বিস্তারিত তুলে ধরেন সারজিস আলম:
সারজিস আলম তার পোস্টে বলেন, “পঞ্চগড় জেলায় পুলিশের কনস্টেবল পদে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে। বর্তমানে ফিটনেস পরীক্ষা চলছে। পরবর্তীতে ৫০ নম্বরের লিখিত পরীক্ষা ও ১৫ নম্বরের ভাইভা অনুষ্ঠিত হবে। চাকরিপ্রাপ্তির ক্ষেত্রে মূল নির্ধারক হবে লিখিত পরীক্ষা, কারণ এখানেই সবচেয়ে বেশি নম্বর বরাদ্দ।”
তিনি আরও জানান, গতবারের নিয়োগে ৫০০ এর বেশি প্রার্থী ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হলেও চূড়ান্তভাবে মাত্র ২৮ জন নিয়োগ পেয়েছিলেন। ভাইভায় সাধারণভাবে ৭-৮ নম্বর পাওয়া যায়, তবে রিটেন পরীক্ষায় খারাপ করলে সেখানে সুপারিশ করে ২-৪ নম্বর বাড়িয়ে লাভ নেই।
রাজনৈতিক তদবিরের বিরুদ্ধে কড়া বার্তা:
প্রার্থীদের প্রতি সতর্কবার্তা দিয়ে সারজিস আলম বলেন, “ফিটনেসে উত্তীর্ণ হলেই কেউ যেন রাজনৈতিক দলের নেতাদের পিছনে না ছুটে। এটি শুধু সময়ের অপচয়। জেলা পুলিশ পঞ্চগড় ইতোমধ্যে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে—নিয়োগ হবে শতভাগ মেধার ভিত্তিতে। কোনো ধরনের সুপারিশ, তদবির বা রাজনৈতিক প্রভাব কাজে আসবে না।”
তিনি আরও বলেন, “মেধার বিপরীতে সুপারিশ মানেই হলো জাতীয়ভাবে হওয়া ‘কোটা সংস্কার আন্দোলন’-এর শহিদদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা। আমরা ভুলে যাইনি—দেড় হাজারেরও বেশি মানুষ এই দাবিতে প্রাণ দিয়েছিল, অর্ধ লক্ষ মানুষ রক্ত দিয়েছিল। তাই এখন সুপারিশ নয়, যোগ্যতার প্রমাণ দিন রিটেনে।”
সকল রাজনৈতিক নেতাদের প্রতি আহ্বান:
সারজিস আলম অনুরোধ জানিয়ে বলেন, “আমার কাছে বা অন্য কোনো দলের নেতার কাছে কেউ সুপারিশ চাইতে আসবেন না। বরং আমরা রাজনৈতিক নেতারা চাই—বাংলাদেশ পুলিশ যেন স্বচ্ছ ও নিরপেক্ষ নিয়োগ প্রক্রিয়া অনুসরণ করে। যোগ্যরাই যেন সুযোগ পায়, এটিই আমাদের লক্ষ্য।”
পরিশেষে পরামর্শ:
সবশেষে তিনি বলেন, “আপনি যদি সত্যিই পুলিশের কনস্টেবল হতে চান, তাহলে এখনই সময়—লিখিত পরীক্ষার জন্য প্রস্তুতি নিন। মেধা, অধ্যবসায় ও সততাই আপনার সফলতার চাবিকাঠি।”
সম্পাদক ও প্রকাশক: মোঃ মকবুলার রহমান