ফিলিস্তিনে অবৈধ দখলদার ইসরায়েলের পৈশাচিক গণহত্যা ও অব্যাহত আগ্রাসনের প্রতিবাদে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঘোষিত দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আজ ৭ এপ্রিল, সোমবার বিকেলে নারায়ণগঞ্জের কাঁচপুরে এক প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও নারায়ণগঞ্জ জেলা আমীর মুহাম্মদ মমিনুল হক সরকারের সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি মুহাম্মদ হাফিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শুরা সদস্য ড. ইকবাল হোসেন ভূইয়া, জেলা সহকারী সেক্রেটারি আবু সাঈদ মুন্না, জেলা কর্ম পরিষদ সদস্য ইলিয়াছ মোল্লা, ইঞ্জিনিয়ার আবদুল বাকী, ছাত্রনেতা আকরাম হোসাইন, মাওলানা মজিবুর রহমান মিয়াজী, অ্যাডভোকেট ইসরাফিল হোসাইন, মুফতি জাহাঙ্গীর আলম প্রমুখ।
কাঁচপুর বাসস্ট্যান্ডে সমাবেশ শেষে একটি বিশাল বিক্ষোভ মিছিল কাঁচপুর থেকে শুরু হয়ে নয়াবাড়ি সড়ক ঘুরে আবার কাঁচপুর ব্রিজ এলাকায় গিয়ে শেষ হয়।
সমাবেশে সভাপতির বক্তব্যে মুহাম্মদ মমিনুল হক সরকার বলেন, “ফিলিস্তিন ইতিহাসের এক গৌরবোজ্জ্বল জনপদ, যেখানে অসংখ্য নবী-রাসূলের আগমন ঘটেছে। আজ সেই পবিত্র ভূমিকে সন্ত্রাসী রাষ্ট্র ইসরায়েল দখল করে বর্বর গণহত্যা চালিয়ে যাচ্ছে। পশ্চিমা সাম্রাজ্যবাদী শক্তিগুলো ইসরায়েলের এই আগ্রাসনকে নানাভাবে সমর্থন ও মদদ দিচ্ছে। জাতিসংঘকে অবশ্যই ইসরায়েলের সদস্যপদ বাতিল করে, ফিলিস্তিনের স্বাধীনতা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নিতে হবে।”
ড. ইকবাল হোসেন ভূইয়া বলেন, “ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে আমরা বিশ্ববাসীর সঙ্গে একাত্ম। ফিলিস্তিনের স্বাধীনতার লড়াইয়ে আমরা নৈতিকভাবে পাশে আছি।”
জেলা সেক্রেটারি মুহাম্মদ হাফিজুর রহমান বলেন, “ইসরায়েলি প্রধান নেতানিয়াহু ও তার সামরিক বাহিনীর যুদ্ধাপরাধীদের আন্তর্জাতিক আদালতের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। মানবতার নামে যারা কথা বলেন, তাদের এই নৃশংসতার বিরুদ্ধে কার্যকর ভূমিকা রাখতে হবে। মুসলিম রাষ্ট্রসমূহকে এখনই ইসরায়েলের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করে সাহসী সিদ্ধান্ত নিতে হবে।”
সম্পাদক ও প্রকাশক: মোঃ মকবুলার রহমান