নীলফামারীর চিলাহাটি থেকে ডোমার পর্যন্ত ১৮ কিলোমিটার সড়ক এখন যেন ধুলার রাজ্য। প্রতিদিন এই সড়ক ব্যবহার করা হাজারো মানুষের যাত্রা পরিণত হয়েছে দুর্ভোগে। রাস্তা দিয়ে চলাচল করা তো বটেই, এমনকি হালকা বাতাসেও ঘূর্ণি তুলে উড়তে থাকে ধুলোর স্তর, যা ঢেকে দেয় পুরো এলাকা।
প্রায় এক বছর আগে শুরু হয় সড়কটির সংস্কার কাজ। তবে স্থানীয়দের অভিযোগ, কাজের শুরুতেই ইটের খোয়া ও বালু ফেলে ঠিকাদারি প্রতিষ্ঠান দায়িত্ব এড়িয়ে চলে গেছে। দীর্ঘদিন ধরে কাজ বন্ধ থাকায় রাস্তাটি আরও বিপজ্জনক হয়ে উঠেছে। কোথাও কোথাও সৃষ্টি হয়েছে বড় গর্ত, কোথাও আবার ধুলোবালির কারণে দৃষ্টিসীমা হয়ে পড়ছে অস্পষ্ট।
স্বাস্থ্যঝুঁকিতে এলাকাবাসী:
সড়কের দুই পাশে বসবাসকারীরা সবচেয়ে বেশি ভুক্তভোগী। ধুলাবালিতে আক্রান্ত হচ্ছেন শিশু, বৃদ্ধসহ নানা বয়সের মানুষ। শ্বাসকষ্ট, সর্দি-কাশি ও চোখের সমস্যা এখন নিত্যসঙ্গী। ব্যবসায়ীরাও ক্ষতির মুখে—ধুলোয় ঢেকে থাকে দোকানের পণ্য, পথচারীদের চলাচল কমে গেছে অনেকাংশে।
স্থানীয় বাসিন্দা আব্দুল হালিম বলেন, "প্রতিদিন ধুলো খেয়ে বাসায় ফিরতে হয়। ছেলে-মেয়েরা অসুস্থ হয়ে পড়েছে। কতদিন এভাবে চলবে?"
দ্রুত সংস্কারের দাবি:
এলাকাবাসী জানান, একাধিকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলেও কোনো অগ্রগতি নেই। সড়কটির গুরুত্ব বিবেচনায় দ্রুত সংস্কার কাজ শেষ করার দাবি জানিয়েছেন তারা।
সরকারি বরাদ্দ থাকলেও কাজের অগ্রগতি না থাকায় জনমনে প্রশ্ন উঠছে—এমন দায়িত্বহীনতা কেন? এলাকার সচেতন নাগরিকরা মনে করেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কঠোর নজরদারি ও জবাবদিহিতার অভাবেই এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে।
চিলাহাটি-ডোমার সড়ক কেবল একটি যোগাযোগ মাধ্যম নয়, এটি নীলফামারী জেলার অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্যসেবাসহ প্রতিদিনের জীবনের অংশ। এই সড়কটির উন্নয়ন না হলে দুর্ভোগ কমবে না, বরং দিনে দিনে বাড়বে ভোগান্তির মাত্রা।
সম্পাদক ও প্রকাশক: মোঃ মকবুলার রহমান