ইসরায়েলের লাগাতার বোমাবর্ষণ ও অবরোধে বিপর্যস্ত গাজা। এক মাসেরও বেশি সময় ধরে খাদ্য, জ্বালানি ও ওষুধ প্রবেশে পুরোপুরি নিষেধাজ্ঞা চলছে, যার ফলে মানবিক বিপর্যয় নেমে এসেছে এই উপত্যকায়। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস একে আখ্যা দিয়েছেন ‘অন্তহীন মৃত্যুর চক্র’ হিসেবে।
মঙ্গলবার নিউইয়র্কে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “গাজা এখন রূপ নিয়েছে একটি হত্যাযজ্ঞের মাঠে। সাধারণ মানুষ ভয়াবহ এক মৃত্যুর ফাঁদে আটকে পড়েছে। মানবিক সহায়তা বন্ধ থাকায় আমাদের কার্যক্ষমতা কার্যত স্তব্ধ হয়ে গেছে।”
গুতেরেস সরাসরি প্রত্যাখ্যান করেছেন ইসরায়েলের প্রস্তাবিত সহায়তা পর্যবেক্ষণ ব্যবস্থা। তিনি বলেন, “এই প্রক্রিয়া মানবিক নীতিমালার—যেমন মানবতা, নিরপেক্ষতা ও স্বাধীনতার—প্রতি অসম্মানজনক। জাতিসংঘ এই ব্যবস্থায় অংশ নেবে না।”
তিনি আরও জানান, সীমান্তে বিপুল পরিমাণ খাবার, ওষুধ ও জরুরি সরঞ্জাম আটকে রয়েছে। “একটি দখলদার শক্তি হিসেবে আন্তর্জাতিক আইনের আওতায় ইসরায়েলের দায়িত্ব—খাদ্য, চিকিৎসা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করা। কিন্তু বাস্তবে আমরা দেখছি এর বিপরীত দৃশ্য।”
জাতিসংঘের তথ্য অনুযায়ী, চলমান ইসরায়েলি আগ্রাসনে গাজায় ইতোমধ্যে প্রাণ হারিয়েছেন ৫০ হাজারের বেশি ফিলিস্তিনি। সম্পূর্ণ ভেঙে পড়েছে অঞ্চলটির স্বাস্থ্য ব্যবস্থা।