ড. মুহাম্মদ ইউনূস সম্পূর্ণ নির্মোহভাবে কাজ করে চলেছেন মন্তব্য করে নাগরিক ঐক্যের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি মাহমুদুর রহমান মান্না বলেছেন, “ড. ইউনূস একের পর এক ম্যাজিক দেখাচ্ছেন। তার মধ্যে ক্ষমতার লোভ নেই, তিনি দেশের কল্যাণে কাজ করতে চান।”
মঙ্গলবার (৮ এপ্রিল) জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে ‘জনশক্তি সভা’ আয়োজিত ‘রাষ্ট্রীয় মূলনীতি পর্যালোচনা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
মান্না বলেন, “রোজার মাসে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি না হয়ে বরং কমে যাওয়া, ঈদযাত্রার শৃঙ্খলা কিংবা বিদ্যুৎ ব্যবস্থার উন্নত ব্যবস্থাপনা—এসবই প্রমাণ করে ড. ইউনূসের কাজ যেন একেকটি ম্যাজিক। এমন আন্তরিক মানুষকে আমাদের সবাইকে সহযোগিতা করা উচিত।”
তবে মান্না সতর্ক করে বলেন, “ড. ইউনূস নিজে থেকে ভোট দিয়ে বিদায় নিতে চান। কিন্তু কেউ কেউ তাকে জোর করে পাঁচ বছর ক্ষমতায় রাখতে চাইছেন। এটা করলে বিতর্ক সৃষ্টি হবে। যদি তার কাজ ভালো লেগে থাকে, তাহলে বিকল্প চিন্তা করুন। কিন্তু তাকে দিয়ে ক্ষমতা দীর্ঘায়িত করা উচিত নয়।”
রাষ্ট্রীয় মূলনীতি প্রসঙ্গে মান্না বলেন, “এ বিষয়ে মতবিরোধ থাকতেই পারে। তবে ভিন্নমত প্রকাশের সুযোগ থাকতে হবে। সংস্কার কমিশনের শতাধিক প্রস্তাবের সঙ্গে নাগরিক ঐক্য একমত নয়।”
তিনি আরও বলেন, “রাষ্ট্রের কোনো ধর্মীয় পক্ষপাত থাকা উচিত নয়। তবে ধর্ম থেকে রাষ্ট্রকে আলাদা করতে গেলে কেউ কেউ এটিকে ধর্মবিরোধিতা বলে দাবি করতে পারে। এমন প্রেক্ষাপটে বহুত্ববাদ একটি গ্রহণযোগ্য সমাধান হতে পারে।”
সমাজতন্ত্র বিষয়ে মত প্রকাশ করে মান্না বলেন, “আমরা রাষ্ট্রীয় মূলনীতিতে সমাজতন্ত্রের ধারণা বহন করতে রাজি নই। সোভিয়েত ইউনিয়নসহ বিভিন্ন দেশে সমাজতন্ত্র ভেঙে পড়ার পর এই মতবাদ এখন আর বাস্তবসম্মত নয়।”