বিমসটেক সম্মেলনের পার্শ্ববর্তী এক বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশের বিশিষ্ট অর্থনীতিবিদ ও নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের প্রতি তার গভীর শ্রদ্ধা ও প্রশংসা ব্যক্ত করেছেন।
প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গে মোদির এ দ্বিপাক্ষিক বৈঠকটি কূটনৈতিক অঙ্গনে বিশেষ গুরুত্ব বহন করছে। প্রেস সচিব শফিকুল আলম তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে প্রকাশিত এক পোস্টে জানান, মোদি বৈঠকে ড. ইউনূসকে বলেন, ‘আপনার প্রতি যেসব অবমাননাকর আচরণ আমরা লক্ষ্য করেছি, তা ভারতের অবস্থান নয়। আমরা আপনাকে সর্বদা সম্মান ও মর্যাদার চোখে দেখি।’
বৈঠকে শেখ হাসিনার প্রত্যর্পণের প্রসঙ্গও উঠে আসে। এ বিষয়ে ভারতের পক্ষ থেকে কোনও বিরূপ প্রতিক্রিয়া আসেনি বলেও উল্লেখ করেন প্রেস সচিব। তিনি বলেন, ‘ড. ইউনূস যখন শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার কথা বলেন, ভারতের প্রতিক্রিয়া নেতিবাচক ছিল না। বরং একটি ন্যায্য ও স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে এই অধ্যায় শেষ হবে বলেই আশা করা যায়।’
ভারত ও বাংলাদেশের সম্পর্ক প্রসঙ্গে মোদি আরও বলেন, ভারতের সম্পর্ক শুধু কোনও সরকার বা ব্যক্তির সঙ্গে নয়, বরং তা বাংলাদেশের জনগণের সঙ্গে গড়ে উঠেছে।
প্রেস সচিবের ভাষ্য অনুযায়ী, ড. ইউনূস নিজেও ভারতের সঙ্গে সর্বোত্তম সম্পর্ক বজায় রাখার পক্ষে মত দিয়েছেন—তবে সেটি হতে হবে সমতা, ন্যায্যতা এবং পারস্পরিক সম্মানের ভিত্তিতে।
এই বৈঠকটি দুই দেশের ভবিষ্যৎ সম্পর্ক উন্নয়নের পথে এক নতুন মাত্রা যোগ করতে পারে বলে মত বিশ্লেষকদের।