যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে রাজধানীর হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহে অনুষ্ঠিত হয়েছে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত।
সোমবার (৩১ মার্চ) সকাল সাড়ে ৮টায় আয়োজিত এই জামাতে ইমামতি করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ আবদুল মালেক, এবং তাকবির দেন জাতীয় মসজিদের মুয়াজ্জিন ক্বারী মুহাম্মদ হাবিবুর রহমান। পাশাপাশি বিকল্প ইমাম হিসেবে ইসলামিক ফাউন্ডেশনের মুফাসসির ড. মাওলানা আবু সালেহ পাটোয়ারি ও বিকল্প মোকাব্বির হিসেবে বাংলাদেশ বেতারের বিশিষ্ট ক্বারী এমদাদুল ইসলাম দায়িত্ব পালন করেন।
ঈদের এই মহামিলনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানসহ উপদেষ্টা পরিষদের সদস্য, কূটনীতিক এবং সর্বস্তরের ধর্মপ্রাণ মুসল্লিরা অংশগ্রহণ করেন।
বৈরী আবহাওয়ার কথা মাথায় রেখে আগেভাগেই প্রস্তুতি সম্পন্ন করা হয়। শনিবার সকালে এক সংবাদ সম্মেলনে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মো. শাহজাহান মিয়া ঈদগাহে ৩৫ হাজার মুসল্লির জন্য স্থান প্রস্তুতের কথা জানান এবং নগরবাসীকে জামাতে অংশগ্রহণের আহ্বান জানান।
নিরাপত্তা ও ব্যবস্থাপনার বিষয়ে তিনি জানান, পুলিশের পাশাপাশি র্যাব ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী সার্বক্ষণিক দায়িত্ব পালন করেছে। মুসল্লিদের সুবিধার জন্য ওজু ও টয়লেটের সুব্যবস্থা, সুপেয় পানির সরবরাহ, প্রাথমিক চিকিৎসা, অ্যাম্বুলেন্স ও মেডিকেল টিম প্রস্তুত রাখা হয়। নামাজ আদায়ের জন্য ছিল পরিষ্কার কার্পেট ও ছায়াযুক্ত পরিবেশ।
সুষ্ঠু প্রবেশ ও প্রস্থানের জন্য ২টি প্রবেশদ্বার ও ৫টি বাহির হওয়ার গেট রাখা হয়, পাশাপাশি মহিলাদের জন্য পৃথক গেটের ব্যবস্থা করা হয়।
এভাবে যথাযোগ্য মর্যাদা ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় ঈদুল ফিতরের প্রধান জামাত, যেখানে সমবেত হন দেশব্যাপী ঈদের আনন্দ ভাগাভাগি করতে আসা হাজারো মুসল্লি।